বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), উপকেন্দ্র কুমিল্লা এর আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর দক্ষিণ, কুমিল্লা এর সহযোগীতায়, পারমানবিক গবেষণা জোরদারকরণ কর্মসূচি এর অর্থায়নে, ২৩/১২/২০২০ তারিখে, সদর দক্ষিণ ধনমোড়া বøকে, বিনা কর্তৃক উদ্ভাবিত বারোমাসি বিনালেবু-১ এর সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে জুম এপের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম, মহাপরিচালক, বিনা, ময়মনসিংহ। তিনি উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন- করোনাকালীন এ মহামারীতে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘সি’ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। আর ভিটামিন ‘সি’ এর অন্যতম উৎস লেবু জাতীয় বিভিন্ন ফল। এর মধ্যে বিনালেবু-১ অন্যতম। এ লেবু বারোমাসি ও সুগন্ধী যুক্ত হওয়ায় এর বাজার মূল্যও বেশী। তাই অল্প পরিমান জমিতে বিনালেবু-১ এর চাষ করে অধিক পরিমানে লাভ করা যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ ড. হোসনেয়ারা বেগম, পরিচালক (গবেষণা) বিনা, ময়মনসিংহ; কৃষিবিদ মো. মহিউদ্দিন মজুমদার, উপজেলা কৃষি অফিসার, সদর দক্ষিণ, কুমিল্লা। সভাপতিত্ব করেন- কৃষিবিদ মো. হাবিবুর রহমান, উর্ধ্বোতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, বিনা উপকেন্দ্র, কুমিল্লা। স্বাগত বক্তব্য রাখেন- কৃষিবিদ মো. জুয়েল সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা, কুমিল্লা। সার্বিক সহযোগীতায় ছিলেন- কৃষিবিদ অর্পিতা সেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন- কৃষিবিদ কাজী তাহামিনা আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা।